গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে দেশটির চিকিৎসক ও উদ্ধারকারী দল। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২৬৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ১২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ১১ হাজার ৬৮৮ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় আরো বলেছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর মাধ্যমে গাজায় ১৫ মাস ধরে চলা ইসরাইলের ধ্বংসযজ্ঞ সাময়িকভাবে বন্ধ হয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
এদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এছাড়াও অবরুদ্ধ গাজায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
উম্মাহ২৪ডটকম: এমএ