কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০ এস-এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ভারতের নারায়ণগঞ্জ ১৩৮ ব্যাটালিয়নের ১২/১৩ জন বিএসএফ সদস্য কাঁটাতার পার হয়ে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে।
এসময় মাঠে থাকা স্থানীয় বাংলাদেশী কৃষকদের সাথে কথা কাটাকাটি হলে বাংলাদেশীদের উপর লাঠিচার্জ করে বিএসএফ সদস্যরা।
এতে ওই এলাকার শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০),কাশেম আলী (৫০), রিপন (৩৫) আহত হন।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন লাঠি হাতে সীমান্তে আসে। এতে উত্তেজনা শুরু হয়। পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
এ প্রসঙ্গে গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
অন্যদিকে এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাকিল আলমের সাথে মোবাইলফোনে কথা হলে তিনি বলেন, বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশীদের মারধর করবে এটা এত সহজ নয়। তবে বিষয়টির খোঁজ-খবর নেবেন বলেও জানান তিনি।
উম্মাহ২৪ডটকম: এমএ