Home রাজনীতি প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন: জমিয়ত

প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন: জমিয়ত

নূর হোসাইন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৫ এর ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কোন নির্বাচন চাইনা। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হওয়াই দেশ ও জাতির জন্য সর্বাধিক কল্যাণকর।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেছেন, ভারতে বসে পরাজিত শক্তির উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা বন্ধ করতে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ সরকারে থাকা সম্মানিত ব্যক্তিবর্গকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসার মত আক্রমণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকার এবং দেশবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও আহবান জানান।

আরও পড়তে পারেন-

গতকাল (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দলের খাস কমিটির এক জরুরী বৈঠক থেকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এসব আহবান জানান।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন যথাক্রমে সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কিদ্দুস তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।