অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে নতুন একটি অধ্যাদেশ জারি করেছে। এই সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তদন্ত কর্মকর্তারা যেকোনো জায়গায় তল্লাশি চালাতে পারবেন এবং আলামত জব্দ করতে পারবেন। পাশাপাশি, সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ট্রাইব্যুনালের স্বাধীনতাও বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। এর আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয়েছিল।
এখন থেকে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫’ আইনের ৪, ৮, ৯, ১১, ১২ ও ১৯ নম্বর ধারা সংশোধন করা হয়েছে। এর মধ্যে, তদন্ত কর্মকর্তাদের জন্য ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তল্লাশি এবং আলামত জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
আগের আইনে, তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তল্লাশি এবং আলামত জব্দ করতে পারতেন। তবে, নতুন সংশোধনে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
এছাড়া, সাক্ষ্য গ্রহণের সময়সীমা তিন সপ্তাহ করা হয়েছে, যা আগে ছিল ছয় সপ্তাহ। নতুন আইন অনুযায়ী, ট্রাইব্যুনাল আসামির সম্পদ জব্দ এবং বাজেয়াপ্ত করার আদেশও দিতে পারবে। মামলার প্রতিবেদনসহ নথি এবং অভিযোগ গোপন রাখার বিধানও সংশোধিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ