নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালে একদল মানুষ কালিয়া উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। পরে ডাকবাংলোর পাশে সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন তারা।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
উম্মাহ২৪ডটকম: এমএ