Home জাতীয় চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ

চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপর সীমান্তে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরদ্ধে।

নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর এলাকার সেতাউরের রহমানের ছেলে।

দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান, শুক্রবার ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষিজমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ পাঁচ থেকে

আরও পড়তে পারেন-

ছয়জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাকিরা চলে এলেও বারিকুলকে আটক করে বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের ভেতরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর ওপর তার লাশ ফেলে রাখে। লাশটি বর্তমানে সেখানেই রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আমরা পাইনি। তাছাড়া পরিবারের সদস্যরাও আমাদের সাথে যোগাযোগ করেননি।’

ঘটনাটির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

সূত্র- ইউএনবি

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।