সন্ধ্যার পর থেকে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙচুরের মালামাল হাতে করে নিয়ে যেতে দেখা গেছে। পাশাপাশি খিচুড়ি-মাংস রান্নার কাজ চলছিল।
দুপুরে গরু জবাই হয়। বিকাল থেকে লোহা, টাইলস, ইট যে যার মতো নিয়ে যাচ্ছিল।
সংগঠনটির মুখপাত্র সাঈদ আহমেদ সরকার বলেন, ‘ফ্যাসিবাদের আইকনিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর উৎসব পালনের অংশ হিসেবে ধানমন্ডি ৩২–এ মুজিবের বাড়ির সামনেই গরু জবাই করা হয়েছে।’
সাঈদ বলেন, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। ধানমন্ডি ৩২–এ আগত সবাইকে বিনা মূল্যে বিরিয়ানি খাওয়ানো হয়। গাবতলী পশুর হাট থেকে ১ লাখ ২০ হাজার টাকায় গরুটি কেনা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ি দেখতে দূরদূরান্ত থেকে এখনো মানুষজন আসছেন। তাঁদের কেউ কেউ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেকে আবার ‘বত্রিশ না চব্বিশ, চব্বিশ চব্বিশ’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উম্মাহ২৪ডটকম: এমএ