Home জাতীয় আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ

গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আজ বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

তবে আগের সময়ের মতো এবার আখেরি মোনাজাত উপলক্ষে গণপরিবহন বন্ধ হবে না। গণপরিবহন সচল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কমিশনার।

একই সঙ্গে মোনাজাতের সময় মুসল্লিদের রাস্তায় বসে মোনাজাত না করার জন্য অনুরোধ করে পুলিশ কমিশনার বলেন, মোনাজাতের সময় গণপরিবহন সচল রাখতে রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে।

আরও পড়তে পারেন-

এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি মাহফুজ হান্নান বলেন, সাদপন্থীরা ইজতেমার আগে ময়দান বুঝে নেওয়ার সময় যেসব জিনিস সরালে ক্ষতি হবে, সেসব জিনিস সরানো হবে না। তবে সাদপন্থীরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।