নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেয়ার জন্য সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের খবর এবং সামাজিক মাধ্যমের প্রচারণা তারও নজরে এসেছে।
নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো দল হলেও আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হবো না,’ বলেন তিনি।
‘কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমি বা আসিফ কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানাবো,’ যোগ করেন তিনি।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
বিবিসি বাংলাকে নাহিদ ইসলামের দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে।
উত্তরে তিনি বলেন, আন্দোলনে হত্যার দায়ে বিচার প্রক্রিয়া চলছে। এছাড়া, রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার বিষয় আছে। তাই এ ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি।
তবে তিনি মনে করেন, ‘আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না।’
সূত্র : বিবিসি
উম্মাহ২৪ডটকম: এমএ