Home জাতীয় সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান গ্রেফতার

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান গ্রেফতার

পতিত আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে তাকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানিয়েছে, এনামুর রহমানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়তে পারেন-

ডা: এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।