Home জাতীয় হাটহাজারী মাদ্রাসায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ: আল্লামা শফি ও আল্লামা বাবুনগরীর কবর...

হাটহাজারী মাদ্রাসায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ: আল্লামা শফি ও আল্লামা বাবুনগরীর কবর যিয়ারত

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী ও শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহর সাথে মতবিনিময় করছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্জ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি- উম্মাহ।

হাটহাজারী সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের এমপি আলহাজ্জ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দারুল উলূম হাটহাজারী মাদ্রাসাসহ চট্টগ্রামের বৃহৎ মাদ্রাসাসমূহ সফর করেছেন।

এ সময় তিনি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীসহ চট্টগ্রামের শীর্ষস্তরের উলামায়ে কেরামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

গতকাল (১৬ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে তিনি দেশের বৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁকে আন্তরিক স্বাগত জানান মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম, মাওলানা আবদুস সবুর প্রমুখ।

হাটহাজারী মাদ্রাসায় সর্বপ্রথম তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)এর কবর যিয়ারত করেন।

যিয়ারত শেষে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ হাটহাজারী মাদ্রাসা মহাপরিচালকের কার্যালয়ে গমন করলে তাকে আন্তরিক স্বাগত জানান হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।

হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)এর কবর যিয়ারত করছেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি- উম্মাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, আল্লামা আহমদ দীদার কাসেমী ও আল্লামা মাহবুবুল আলম প্রমুখ।

সালাম ও কুশল বিনিময়ের পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)এর নেতৃত্বে হেফাজতে ইসলামের ঈমান-আকিদার আন্দোলন এবং ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনে ভূমিকা ও অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ সময় তিনি শীর্ষ দুই আলেমকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগতাড়িত হয়ে বলেন, ফ্যাসিবাদি শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার খড়গ ও জীবনের হুমকি নিয়ে ১৩ বছর দেশান্তরী থেকে ফেরার পর সর্বপ্রথম আমার মায়ের কবর যিয়ারত করেছি। এরপরই দুই আকাবিরের কবর যিয়ারত ও শীর্ষ আলেমদের সাথে সাক্ষাতে চট্টগ্রাম সফরে এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন দেশ, জাতি, উম্মাহ ও দ্বীনের কল্যাণে কাজ করে যেতে পারি।

আরও পড়তে পারেন-

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ আরো বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের পর ফ্যাসিবাদের উৎখাত নিঃসন্দেহে বড় অর্জন। তবে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদকে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় আগমনের জন্য শোকরিয়া জ্ঞাপন করে বলেন, আমরা সকলে দোয়া করি আপনি যাতে সুস্থ থেকে ইসলাম, দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে ভূমিকা ও অবদান রাখতে পারেন। আপনার প্রতি দেশের উলামা-মাশায়েখ ও তাওহিদী জনতার দোয়া ও ভালবাসা রয়েছে।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় শেষে তিনি হাটহাজারী আলীপুরস্থ মারকাযুত তালীম ওয়াত তারবিয়াহ মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তাদেরকে সকলকে দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি আগামীর শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্ব গুণ অর্জনের আহ্বান জানান।

এরপর বিকেল ৫টায় সফর সঙ্গিদের নিয়ে তিনি চট্টগ্রাম বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।