বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকব। হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা বেঈমানি করছেন।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার আলেম-ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
এতে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: আলাউদ্দিন সরকার সভাপতি ছিলেন। আর সঞ্চালক ছিলেন সহকারী শিক্ষক মো: আল আমিন।
ওই সভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘বাংলাদেশে যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন ও অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন ভুলে গেলেন?’
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
হাসনাত বলেন, ‘এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনাদের অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো।’
তিনি আরো বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে এবং যেখানে কোনো বিভাজন থাকবে না। যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’
উম্মাহ২৪ডটকম: এমএ