রাহবারে মিল্লাত আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ.)এর প্রতিষ্ঠিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টংগীর তুরাগে অবস্থিত ‘জামিয়া সুবহানিয়া মাহমুদনগর’ মাদরাসার চলতি শিক্ষাবর্ষের খতমে বুখারী ও দস্তারবন্দী মাহফিল শনিবার (১১ জানুয়ারী) অনুষ্ঠিত হবে।
বাদ আছর থেকে মাদ্রাসা চত্বরে এই মোবারক মাহফিল শুরু হবে। বাদ মাগরিব দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদেরকে সহীহ বুখারী শরীফের আখেরী হাদীসের দরস দেওয়া হবে। দরস দিবেন দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও হিদায়াতি বয়ান করবেন প্রবীণ বরেণ্য আলেমে-দ্বীন এবং জামিয়া সুবহানিয়া মাহমূদ নগর ও জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস হযরত আল্লামা ওবায়দুল্লাহ ফারুক (দা.বা.)।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
দরসদান শেষে দাওরায়ে হাদীস সমাপনকারী বিদায়ী ছাত্রদেরকে দস্তারে ফযীলত প্রদান করা হবে। বিদায়ী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদীস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক (দা.বা.) এবং জামিয়া সুবহানিয়া মাহমূদ নগর মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুফতি মুহিউদ্দীন মাসূম সহ প্রতিষ্ঠানের অন্যান্য মুহাদ্দিসীনে কেরাম।
এ উপলক্ষে জামিয়া সুবহানিয়া মাহমুদনগর মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মুফতি মুহিউদ্দীন মাসুম রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের উলামা, তুলাবা ও দ্বীনদার মুসলমানদেরকে উক্ত মোবারক মাহফিলে শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।