ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা চলমান আছে। এ হামলায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ দুর্দশা। এরই মধ্যে ফিলিস্তিনিরা জানিয়েছে, ‘ইসরাইলিরা প্রতিদিন তাদের আরো বেশি মানুষকে হত্যা করতে চায়’।
শনিবার (৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরের দিকে মধ্য গাজায় দেইর এল-বালাহর কাছে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি শিবিরের ধ্বংসযজ্ঞের দৃশ্য বর্ণনা করেছেন।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
মোমেন আল-খালদি নামে ওই ব্যক্তি আল-জাজিরাকে বলেন, ‘তীব্র ঠান্ডায় আমরা আমাদের তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিলাম। এরই মধ্যে ভোর ৩টার দিকে সর্বত্র বিকট বিস্ফোরণ এবং আগুনের শব্দে আমরা হতবাক হয়ে যায়।’
তিনি বলেন, ‘সেখানে ১৫টিরও বেশি তাঁবুতে মানুষ বাস করত, যাদের বেশিভাগই শিশু, নারী ও বৃদ্ধ। এদের মধ্যে অধিকাংশ অসুস্থ। এরই মধ্যে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা এই আগ্রাসনের শিকার হয়েছে।’
তিনি বলেন, ‘ইসরাইলিরা এখন তাদের আক্রমণের আগে সতর্কবার্তা দেয় না।’
তিনি আরো বলেন, ‘ইসরাইলিরা প্রতিদিন আমাদের আরো বেশি লোককে হত্যা করতে চায়। যথেষ্ট হয়েছে। এই জীবনে আমাদের আর কিছুই নেই, কেবল একটি ছেঁড়া তাঁবু। ইসরাইলিরা এই তাঁবুর ভেতরে আমাদের হত্যা করছে। আমরা চাই এই যুদ্ধের অবসান হোক।’ সূত্র : আল-জাজিরা।
উম্মাহ২৪ডটকম: এমএ