Home ইসলাম যেমন ছিল ২০২৪ সালের মুসলিম বিশ্ব

যেমন ছিল ২০২৪ সালের মুসলিম বিশ্ব

।। মুহাম্মদ হেদায়াতুল্লাহ ।।

২০২৪ সাল ছিল ঘটনাবহুল। বছরজুড়ে ছিল যুদ্ধাহত নারী-শিশুদের আর্তনাদ। তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাত-সংঘর্ষে কেটেছে বেশির ভাগ সময়। নিম্নে এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো—

রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু

২০২৪ সালে রেকর্ড পরিমাণ হজযাত্রীর মৃত্যু হয়েছে।

গত ১৯-২৩ জুন পবিত্র হজের কার্যক্রম চলাকালে এক হাজার ৩০০ শর বেশি হাজি মারা যান। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের সূত্রে বার্তা সংস্থা জানিয়েছিল, মৃতের সংখ্যা এক হাজার ৩০১-এ পৌঁছেছে। এর মধ্যে ৮৩ শতাংশ অনুমোদনহীন হাজি, যাঁরা দীর্ঘ সময় বিশ্রাম ছাড়াই সূর্যের তাপের মধ্যে চলাফেরা করেছে। মূলত ওই সময় মক্কায় তাপমাত্রা ছিল প্রায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।

যেসব দেশের সর্বোচ্চ হজযাত্রী মারা গিয়েছিল এর মধ্যে রয়েছে মিসর, ইন্দোনেশিয়া, জর্দান, ভারত, তিউনিসিয়া ও পাকিস্তান।
শেষ হচ্ছে গ্রীষ্মের হজ মৌসুম

২০২৫ সালে গ্রীষ্মকালের সর্বশেষ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পর থেকে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত বছর সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) জানিয়েছিল, ২০২৬ সাল থেকে হজ মৌসুমের পরিবর্তন হবে।

এরপর আগামী দেড় দশকের বেশি সময় বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম আট বছর বসন্ত মৌসুমে এবং শীত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে।
ইসলামের সেবায় বিশেষ সম্মাননা

গত ২৩ এপ্রিল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খ্যাতিমান মুসলিম ব্যক্তিত্বদের বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছে। ইসলামে সেবা, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, চিকিৎসা ও বিজ্ঞান চার বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ইসলামী শিক্ষায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ায়েল হাল্লাক এবং ইসলামের সেবায় জাপানের মুসলিম অ্যাসোসিয়েশন ও লেবাননের গ্র্যান্ড মুফতির উপদেষ্টা ড. মোহাম্মদ সাম্মাক পুরস্কার পান।

ড. হাল্লাক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথাগত প্রাচ্যবাদী লেখাগুলোতে সফলভাবে বৈজ্ঞানিক রেফারেন্স দিতে সক্ষম হন। তাঁর অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তা বহু ভাষায় অনূদিত হয়েছে। আর ড. সাম্মাক মুসলিম-খ্রিস্টান সংলাপ প্রচার এবং আন্তর্ধর্মীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সিরিয়ায় বাশার আল-আসাদের পতন

এ বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মাধ্যমে আসাদের দীর্ঘ ২৪ বছরের এবং ১৯৭১ সালে শুরু হওয়া আসাদ পরিবারের দীর্ঘ অর্ধশতাব্দী কালের শাসনের সমাপ্তি ঘটে। ওই দিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

আরও পড়তে পারেন-

গাজায় মৃতের সংখ্যা ৪৫ হাজারের বেশি

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ছয় হাজার ৯৬২ জন।

হামাসের শীর্ষ নেতাদের মৃত্যুর মিছিল

গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এ বছর শীর্ষ নেতাদের সর্বোচ্চ মৃত্যু দেখেছে হামাস। গত ১৩ জুলাই এক হামলায় গাজায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ নিহত হন। তাকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মনে করা হয়। এরপর গত ৩১ জুলাই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হন। এরপর গত ১৬ অক্টোবর হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন।

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।