আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানী ঢাকার অন্যতম স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও তিলপাপাড়া মদীনাতুল উলূম ইসলামীয়া মাদ্রাসার হিফজ ও দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক খতমে কুরআন, খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বাদ আছর থেকে তিলপাড়া জামে মসজিদে এই মোবারক মাহফিল শুরু হবে। বাদ মাগরিব দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদেরকে সহীহ বুখারী শরীফের আখেরী হাদীসের দরস দেওয়া হবে। দরস দিবেন দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন উস্তাযুল আসাতিজা হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.)।
দরসদান শেষে হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ হিদায়াতী বয়ান পেশ করবেন। এরপর দাওরায়ে হাদীস ও হেফজ বিভাগের সমাপনকারী বিদায়ী ছাত্রদেরকে দস্তারে ফযীলত প্রদান করা হবে। বিদায়ী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন শায়খুল হাদীস হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.)সহ তিলপপাড়া মদীনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদীসসহ অন্যান্য মুহাদ্দিসীনে কেরাম।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
খতমে কুরআন ও খতমে বুখারী মাহফিলে বয়ান পেশ করবেন- শহীদবাগ জামে মসজিদের খতীব ও তিলপাপাড়া মদীনাতুল উলূম মাদ্রাসার শায়খুল হাদীস হযরত আল্লামা আবদুল গাফফার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, তিলপাপাড়া মদীনাতুল উলূম মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা তাজুল ইসলাম আশরাফী, শায়খুল হাদীস হযরত মাওলানা আশেকুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিলপাড়া মদীনাতুল উলূম মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও তিলপাপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্জ রবিউল্লাহ (রবু)।
এ উপলক্ষে তিলপাপাড়া মদীনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম হযরত হাফেজ মাওলানা ইউনুস ঢালি সাহেব রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের উলামা, তুলাবা ও দ্বীনদার মুসলমানদেরকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
উম্মাহ২৪ডটকম: এমএ