Home আন্তর্জাতিক মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শত শত তরুণ-যুবা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা, নাগরিক স্বাধীনতা ক্ষুণœ এবং ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করছেন তারা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আরবিসি ইউক্রেনের জানিয়েছে, মঙ্গলবার সকালে কায়রোর তাহরির স্কোয়ারের কাছের বড় রাস্তায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তাহরির স্কয়ার সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক নীতির বিরুদ্ধে মিশরীয় জনগণের বিপ্লবের কেন্দ্র হিসেবে পরিচিত। এদিন সেখানেই সরকারের নানা ব্যর্থতার পাশাপাশি ফিলিস্তিন ও গাজা ইস্যুতে সরকারের ব্যর্থতার প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ‘আশ-শাব ইউরিদ ইসকাত আন-নিজাম’ অর্থাৎ ‘জনগণ এই শাসনের পতন ঘটাবে’ বলে সেøাগান দিচ্ছিলেন। এটা একটা বিখ্যাত সেøাগান যা ২০১১ সালে আরব বসন্তের সময় জনপ্রিয় হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের নানা বিতর্কিত নীতির নিন্দা জানিয়েও সেøাগান দেন। এদিনের এই বিক্ষোভের ছবি ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যম রীতিমতো সয়লাব হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, বুধবার সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে মিশরীয় ছাত্র-জনগণের বিপ্লবের স্মরণে কায়রো ও অন্যান্য শহরে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে আরব বসন্তের সময়ে জেগে ওঠা মিসরের ছাত্র-জনতার ১৮ দিনের গণআন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়।

আরও পড়তে পারেন-

এর দুই বছর পর ২০১২ সালে মিসরের ইতিহাসের গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। কিন্তু এক বছরের মাথায় ২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৮ সালে আল-সিসি ফের মিসরের হিসাবে নির্বাচিত হন। সিসির সরকারের নীতির বিরুদ্ধে শুরু থেকেই বিক্ষোভ শুরু হয়। তবে এসব বিক্ষোভ কঠোরভাবে দমন কর হয়।

মুসলিম ব্রাদারহুডের একটি বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালান। এ বিক্ষোভ দমনে অন্তত ৮০০ আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে বলে অনেকের ধারণা। এরপর সর্বশেষ বড় আকারের বিক্ষোভ হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। গিজা ও মহল্লা শহরে বিক্ষোভকারীরা সিসির পদত্যাগ দাবি করে। তবে সিসির পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ছাত্র-জনতার সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয়।

সূত্র: রয়টার্স।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।