বিডিআর (বর্তমানে বিজিবি)-এর সাবেক সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মঈনুল ইসলামকে বিদেশে যেতে দেওয়া হয়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ও কন্যা ছিলেন।
তিনি পিলখানায় সংঘটিত তৎকালীন বিডিআর বিদ্রোহের পর বিশেষায়িত এই বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৬টা ২৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা ছিল তার। কিন্তু ৫টা ৩০ মিনিটে ইমিগ্রেশন পুলিশের একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে দেওয়া হয়নি। পরে তাকে আটকে দেওয়া হয়। তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে বাসায় ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঈনুল ইসলাম বিমাবন্দরে গিয়ে ইমিগ্রেশন পার হওয়ার পর গোয়েন্দারা জানতে পারেন একটি কমিশনে তার সাক্ষ্য দেওয়ার বিষয় রয়েছে। এ কারণে তাকে এ মুহূর্তে বিদেশে যেতে না দিতে বলা হয়। তাদের কথা অনুযায়ীই মইনুল ইসলামকে ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ৯ মে পর্যন্ত তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন।
বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের পর তিনি দায়িত্ব নেন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।
উম্মাহ২৪ডটকম: এমএ