দেশের বৃহত্তম নূরানী শিক্ষাবোর্ড “নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ” এর অধীনে পরিচালিত নূরানী মাদরাসাসমূহের ২০২৪ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল আজ (২৫ ডিসেম্বর) বুধবার প্রকাশিত হবে।
নূরানী বোর্ড সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এবার বোর্ডের আওতাধীন ১০,১৯৭টি মাদরাসার মোট ৭,২৭,৭১৪ জন শিক্ষার্থী ৩,০৫৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ প্রসঙ্গে বোর্ড কর্মকর্তা মাওলানা আবুল হাসেম এই প্রতিবেদককে জানান, ফলাফল প্রকাশ উপলক্ষে ইতিমধ্যে হাটহাজারী রেলস্টেশন সংলগ্ন কেন্দ্রিয় কার্যালয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল ৭টায় বোর্ড চেয়ারম্যান ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন আনুষ্ঠানিকভাবে ফলাফলের মোড়ক উন্মোচন করবেন।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সচিব আল্লামা জমিরুদ্দীন সহ বোর্ডের পরিচালনা পর্ষদ, বোর্ডের প্রশিক্ষক-পরিদর্শকসহ সকল কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকাসহ ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফলাফলের মোড়ক উন্মোচনের পর অনলাইন ও অফলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও বিশিষ্টজনদের উদ্দেশ্যে বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন গত শিক্ষাবর্ষের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর বিশেষ বক্তব্য দিবেন এবং বোর্ড চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল বোর্ডের www.nooraniboardctg.com ওয়েবসাইট লগইন করলে স্ব স্ব প্রতিষ্ঠানের ফলাফল দেখা যাবে।
উম্মাহ২৪ডটকম: এমএ