Home জাতীয় ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ

ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত।

শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেয়া চিঠির জবাব দিতে ভারত দেরি করলে বাংলাদেশ তাগিদপত্র দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র (নোট অব ভারবাল) হস্তান্তর করা হয়েছে, এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ের করণীয় ঠিক করবে।’

আরও পড়তে পারেন-

‘ভারত যদি উত্তর না দেয়, সেক্ষেত্রে করণীয় কী’ জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভারত কী উত্তর দেয়, তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে, অবশ্যই অপেক্ষার একটি স্বাভাবিক সময় রয়েছে। সেই পর্যন্ত অপেক্ষা করে এরপর তাগিদপত্র দেয়া যেতে পারে।’

এ কূটনৈতিকপত্র শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।