Home আন্তর্জাতিক শিক্ষক ও সহপাঠীকে গুলি করে আত্মঘাতী কিশোরী শিক্ষার্থী

শিক্ষক ও সহপাঠীকে গুলি করে আত্মঘাতী কিশোরী শিক্ষার্থী

আমেরিকার উইসকনসিনের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী গুলি চালিয়ে খুন করল তার সহপাঠী ও এক শিক্ষককে। এরপর সে নিজে আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানান, গুলিতে আহত ২ শিক্ষার্থীর অবস্থা অত্যন্ত গুরুতর। এছাড়া আরও ১ শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা আপাতত ভাল আছে এখন। তারা সুস্থ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

শন বার্নস আরও বলেন, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ৯১১ নম্বরে ফোন করে স্কুলে গুলির ঘটনাটি জানায়। এরপর দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনাস্থলে ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। সে ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল। আপাতত ঘটনাস্থলে সিল করে দেয়া হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় যাতায়াত এড়িয়ে যেতে বলা হয়েছে। স্কুলের কাছে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

আরও পড়তে পারেন-

এই নিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উইসকনসিনের অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই নির্মম ঘটনা ঘটেছে। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সবমিলিয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে এই স্কুলে। একইসঙ্গে পুলিশ আরও জানিয়েছে, কীভাবে কিশোরী মেয়েটি গুলির ঘটনা ঘটালো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মেয়েটির পরিবারও এই তদন্তে সহযোগিতা করছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।