সীরাতুন্নবী সা. উপলক্ষে আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ এর ২দিনব্যাপী ১৪ তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আজ বৃহস্পতি রাজধানী ঢাকার মুগদা স্টেডিয়াম সংলগ্ন মাঠে শুরু হচ্ছে। দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনটি আগামী কাল শুক্রবার রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
এতে প্রধান মেহমান থাকবেন ভারত থেকে আগত, আওলাদে রাসূল সাইয়্যিদ মাওলানা আজহার বিন আরশাদ মাদানী ও সাইয়্যিদ মাওলানা হাসান আসজাদ মাদানী।
প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ . ফ. ম খালিদ হোসেন।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
বয়ান করবেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দিলওয়ার হুসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজীসহ দেশের শীর্ষ উলামা ও ওয়ায়েজীনে কেরাম।
দুই দিন ব্যাপী ইসলাম মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জহির উদ্দীন।
আল মাদানী ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএ