Home রাজনীতি এবি পার্টির নির্বাচন ও সংবিধান সংস্কার প্রস্তাবনা হস্তান্তর

এবি পার্টির নির্বাচন ও সংবিধান সংস্কার প্রস্তাবনা হস্তান্তর

আমার বাংলাদেশ (এবি) পার্টির একটি প্রতিনিধি দল আজ বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনে পার্টির মতামত ও প্রস্তাবনা হস্তান্তর করেছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবি পার্টির আহ্বায়ক ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওয়াহাব মিনার এবং সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

প্রস্তাবনাগুলো নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজের কাছে হস্তান্তর করা হয়।

নির্বাচন সংস্কার কমিশনের পক্ষে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ড. তোফায়েল আহমেদ, ড. মোঃ আব্দুল আলীম, নেসার আমীন।

আরও পড়তে পারেন-

এবি পার্টির প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- লেঃ কর্নেল (অবঃ) হেলাল উদ্দিন, লেঃ কর্নেল (অবঃ) দিদারুল আলম, বিএম নাজমুল হক, ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মোঃ আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

এবি পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছে। পার্টি আশা করে, এই প্রস্তাবনাগুলো দেশের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। – বিজ্ঞপ্তি।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন