দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আবু আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তিকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী এবং তিন পুত্র, তিন কন্যা সন্তনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার পুত্রদের সকলেই হাফেজ ও আলেম।
জানা গেছে, মরহুম মাওলানা আবু আহমদ আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার উস্তাদদের সাধারণ বৈঠকে শরীক ছিলেন। বৈঠকের শেষ দিকে তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। এরপর তিনি মাদ্রাসা ক্যাম্পাসে নিজকক্ষে বিশ্রাম নিতে যান। কিন্তু পরিস্থিতির অবনতি হতে থাকলে দ্রুত তাকে এম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টায় দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজণিত রোগে আক্রান্ত ছিলেন।
মাওলানা আবু আহমদের ইন্তিকালের খবর জানার পর তাৎক্ষণিকভাবে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষকদের এক জরুরি বৈঠক মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বৈঠকে মরহুম মাওলানা আবু আহমদের নামাযে জানাযার সময় নির্ধারণ করা হয়। একই সাথে বৈঠকে মরহুমের লাশ দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষকবৃন্দের জন্য নির্ধারিত কবরস্থান “মাকবারায়ে জামেয়া”তে দাফনের বিষয়েও সিদ্ধান্ত হয়।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
এরপর জানাযা ও দাফন সংক্রান্ত কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের জন্য নির্ধারিত যিম্মাদারদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়।
মরহুম মাওলানা আবু আহমদের নামাযে জানাযা আজ (মঙ্গলবার) বাদ ইশা রাত ৮টা ৪৫ মিনিটে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের লাশ হাটহাজারী মাদ্রাসার নিজস্ব কবরস্থান “মাকবারায়ে জামেয়া”তে দাফন করা হবে।
এদিকে মাওলানা আবু আহমদের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, সদরুল মুদাররেসীন ও শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ এবং শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত লাভের জন্য বিশেষভাবে দোয়া করেন। একই সাথে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
উম্মাহ২৪ডটকম: আইএ