সাম্প্রদায়িক শক্তি ভারতের মদদে কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দু সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং সন্ত্রাসী রাষ্ট্র ভারতের। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি অকার্য রাষ্ট্রে পরিণত করতে চায়।
গতকাল বুধবার বিকেলে স্থানীয় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলার ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়নের উদ্যোগে সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কাজী মহিউদ্দিন বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে ভারতের এজেন্ট আর আওয়ামী লীগের দোসররা কিছুই করতে পারবে না।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
আপনারা দেখেছেন ফ্যাসিবাদ কিভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। কখনো তারা আনসার লীগ নামে গভীর রাতে রাজপথে নামে, সুবিধা লীগের নামে তারা রাজপথে নামে, বেতন-ভাতা দাবি আদায়ের নামে রাজপথে নামে, চাকরি জাতীয়করণের নামে রাজপথে নামে, এখন তারা আবার কিস্তি লীগের নামে রাজপথে নেমেছে। ফ্যাসিবাদীরা বসে নেই। আমাদের এই হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে, বাংলাদেশকে আবার ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করতে তারা তৎপর।
বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলামী ঐতিহ্য, ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না।’ এ সময় তিনি চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার চান। তিনি বলেন, তারা জানে না বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মায়ের পেটে যেভাবে শিশু নিরাপদে থাকে, তেমনি বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে।
উম্মাহ২৪ডটকম: আইএ