Home জাতীয় কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার বিএনপি নেতার বিরুদ্ধে আনীত অভিযোগ ‘কাল্পনিক ও বানোয়াট’ প্রমাণিত হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকির অভিযোগে ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকা কর অঞ্চল-৬ এর উপ-কর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়তে পারেন-

অভিযোগকারীর অভিযোগ, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারেক বিভিন্ন উৎস থেকে ১.০৭ কোটি টাকা আয় করলেও সেই আয়ের বিপরীতে ২৬ কোটি ৮৬ লাখ টাকা কর দিতে ব্যর্থ হন।

সূত্র – বাসস

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন