Home অন্যান্য খবর টেলিটকের সঙ্গে এনআইডি সেবায় চুক্তি করতে চায় ইসি

টেলিটকের সঙ্গে এনআইডি সেবায় চুক্তি করতে চায় ইসি

বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তি করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় টেলিটকের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সভায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। কোন কর্মকর্তার কাছে কতটি আবেদন পেন্ডিং আছে তার তালিকা উপস্থাপনও করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়তে পারেন-

কর্মকর্তারা আরও জানান, জাতীয় পরিচয়পত্র সেবা নিরবচ্ছিন্নভাবে দেওয়ার লক্ষ্যে বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে সভায়।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।