বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তি করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় টেলিটকের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সভায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। কোন কর্মকর্তার কাছে কতটি আবেদন পেন্ডিং আছে তার তালিকা উপস্থাপনও করার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
কর্মকর্তারা আরও জানান, জাতীয় পরিচয়পত্র সেবা নিরবচ্ছিন্নভাবে দেওয়ার লক্ষ্যে বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে সভায়।
উম্মাহ২৪ডটকম: আইএ