রাশিয়া ইতিমধ্যে আফ্রিকান দেশগুলির ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার মূল্যের ঋণ বাতিল করেছে, সেই তহবিলগুলোকে অন্যান্য বিষয়গুলির মধ্যে পুনঃঅর্থায়ন কর্মসূচির উন্নয়ন প্রকল্পগুলোতে সরিয়ে দেয়া হয়েছে।
রাশিয়া-আফ্রিকা প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর দেয়া একটি সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ, যিনি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার জন্য প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবেও কাজ করেন।
‘প্রায় ২০ বিলিয়ন ডলারের ঋণ বাতিল করা হয়েছে। আমাদের বর্তমানে উন্নয়ন প্রকল্পে ঋণগুলো সরানোর জন্য একটি পুনঃঅর্থায়ন কর্মসূচি রয়েছে,’ তিনি বলেন। তিনি যোগ করেছেন যে, এটি এই ঋণগুলিকে ‘সরাসরি দেশে আর্থ-সামাজিক প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য ব্যবহার করার সুযোগ দেয়’।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
রাশিয়া-আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে সিরিয়াস ফেডারেল টেরিটরিতে ৯-১০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে আফ্রিকান দেশগুলির ৪০জনেরও বেশি মন্ত্রী সহ প্রায় ১,৫০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সূত্র- তাস
উম্মাহ২৪ডটকম: আইএ