নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন শুরুর পরবর্তী ১০ বছরে কোনো কর দিতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৯ অক্টোবর এ সুবিধা পাঁচ বছরের জন্য দেওয়ার কথা থাকলেও, সিদ্ধান্ত পরিবর্তন করে সুবিধা বাড়িয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ট্যারিফ রেশনালাইজেশন অব সোলার প্যানেল’ শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ ও বিদ্যুৎ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সভায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের প্রত্যয়ন পত্রের ভিত্তিতে আমদানিকৃত সামগ্রীর উপর ৫ শতাংশ অগ্রিম ভ্যাট মওকুফ করা হবে বলেও জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।” ফাওজুল কবির আশা করছেন, এ পদক্ষেপের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আয়কর আইন ২০২৩-এর ৭৬ ধারা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের জুনের মধ্যে শুরু হলে, তারা আগামী ১০ বছর ১০০ শতাংশ কর অব্যাহতি পাবে। আর এই ১০ বছরের পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং তার পরের দুই বছর ২৫ শতাংশ কর অব্যাহতি পাবে প্রতিষ্ঠানগুলো।
গত ২৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করলে উৎপাদন শুরুর দিন থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের কোনো কর দিতে হবে না।
এ প্রজ্ঞাপনের ১৫ দিন পরে সরকার এ সিদ্ধান্ত পরিবর্তন করে ১০ বছর কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএ