অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লালমনিরহাটে আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সংস্কার কাজগুলো শেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে একটা নির্বাচন।’
‘সুতরাং আমরা বিশ্বাস করি যে সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি এগুলো অনেকাংশেই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমরা। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে নিয়ে আসতে পারি,’ বলেন তিনি।
অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চাইতে এই সরকারের চরিত্রটা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে অন্যান্য সরকারের মতো দেখলে হবে না। তারা অন্তত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেন। মানুষের আশাগুলোকে বাস্তবায়নের একটা ভিত্তি তৈরি করতে পারেন।’
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
জনগণকে এই সরকারের প্রতি আরো সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। যাতে সংস্কারের কাজগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারে।
নতুন তিন উপদেষ্টার প্রসঙ্গকে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই যে বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেয়ার ব্যাপারে অবশ্যই যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ড. ইউনূস, তাদেরকে চিন্তা করতে হবে। যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’
সূত্র – বিবিসি
উম্মাহ২৪ডটকম: আইএ