Home জাতীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে বৈঠক করলেন সুইস রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে বৈঠক করলেন সুইস রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। তারা অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করেছেন। রোববার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ দূতের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় সুইস দূতাবাস এ তথ্য জানিয়েছে।

আরও পড়তে পারেন-

সুইস দূতাবাস জানায়, প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও রাষ্ট্রদূত রেতা রেংগলির বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের উপর অন্তর্বর্তী সরকারের ফোকাস এবং অর্থনীতিকেন্দ্রিক বৈদেশিক নীতি, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক কাঠামোর অবস্থার উন্নতি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের সুবিধা।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।