Home অন্যান্য খবর বিপুল উৎসাহ-উদ্দীপনায় আজ শুরু হচ্ছে জামিয়া জিরির ২ দিনব্যাপী বার্ষিক সভা

বিপুল উৎসাহ-উদ্দীপনায় আজ শুরু হচ্ছে জামিয়া জিরির ২ দিনব্যাপী বার্ষিক সভা

দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসার ১১৮তম দুইদিন ব্যাপী বার্ষিক সভা আজ (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে। দুই দিন ব্যাপী এই সভা আজ বৃহস্পতিবার শুরু হয়ে আগামী কাল শুক্রবার রাতে শেষ হবে। এ উপলক্ষে জিরি এলাকা জুড়ে উলামা-মাশায়েখ ও ছাত্র-জনতার মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ইতিমধ্যেই সভা উপলক্ষে জামিয়া প্রাঙ্গনে বিশাল সামিয়ানা টানানো, স্টেজ নির্মাণ ও মাইক লাগানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামিয়া জিরির পরিচালক মাওলানা মুহাম্মদ খোবাইব বিন তৈয়ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমানদের অভ্যর্থনা ও বিশ্রামের জন্যও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জামিয়া জিরির পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব। ছবি- উম্মাহ।

দুই দিন ব্যাপী আজিমুশশান এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক লেকচারার শায়খ ইলিয়াস গুম্মান। তাঁর আগমনকে কেন্দ্র করে উলামায়ে কেরাম, তুলাবা ও সাধারণ তাওহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সভায় আরো বয়ান করবেন- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক মাদানি, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মুফতী শাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী রেজাউল করীম আবরার ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।

আরও পড়তে পারেন-

জামিয়া জিরির পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব এ প্রসঙ্গে উম্মাহ২৪ডটকমকে বলেন, এবারের সভায় দেশ-বিদেশের হক্কানী ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গানেদ্বীন ও ইসলামি স্কলারগণকে আমন্ত্রণ করা হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে জামিয়া ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। সভায় শৃঙ্খলা বজায় রাখা ও আগত মেহমানদের প্রয়োজনী সেবা দিতে আসাতিজায়ে কেরামের তত্তাবধানে শিক্ষার্থীদের পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক তৈরি আছেন।

মাওলানা মুহাম্মদ খোবাইব দুই দিন ব্যাপী বার্ষিক সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য জামিয়ার প্রাক্তন ছাত্র-শিক্ষক ও তাওহীদি জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।