দেশের জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি সরকারি হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ হাসপাতালগুলোর নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা বা তাদের পরিবারের সদস্যদের নামে।
আজ রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পরিবর্তিত নামগুলোর তালিকা:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর-এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ-এর পরিবর্তে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল-এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা-এর পরিবর্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা-এর পরিবর্তে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ-এর পরিবর্তে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ-এর পরিবর্তে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ-এর পরিবর্তে গোপালগঞ্জ ট্রমা সেন্টার।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল-এর পরিবর্তে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর-এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা-এর পরিবর্তে খুলনা বিশেষায়িত হাসপাতাল।
বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ-এর পরিবর্তে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ।
কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ-এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।
এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর-এর পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
উম্মাহ২৪ডটকম: আইএ