Home জাতীয় বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি লাহোরে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি লাহোরে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। যেখানে একিআই সূচকে ৩০১ এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় সেখানে শহরটির স্কোর ৮৪৮। এ সময় তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম এবং একিউআই স্কোর ১৭১। শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিন তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের তিন শহর দিল্লী, কলকাতা ও মুম্বাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৩৯, ২১৭ এবং ১৯০। এরপরেই রয়েছে চীনের দুই শহর উহান এবং বেইজিং। দুটি শহরের একিউআই স্কোর ১৭৭।

শনিবার সকাল ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। সেখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। এর পরেই রয়েছে হেমায়েতপুরের সাভার, গুলশান বাড্ডা লিংক রোড, গুলশান ২ এর রব ভবন এলাকা। এখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর।

আরও পড়তে পারেন-

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।