Home আন্তর্জাতিক যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতির নির্দেশ খামেনির

যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতির নির্দেশ খামেনির

ইসরাইলি হামলার জবাবে যেকোনো সময় ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেনাবাহিনীকে হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের সূত্রে জানিয়েছেন, ইরান এবার সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা নাও চালাতে পারে। সেজন্য তারা ইরাক থেকে হামলার পরিকল্পনা করছে। আর এই হামলায় কয়েক শ’ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। ইরান তাদের নিজ ভূখণ্ড থেকে সরাসরি হামলা করবে না কৌশলের অংশ হিসেবে। তাদের ধারণা, যদি ইরাক থেকে হামলা চালানো হয় তাহলে ইসরাইল ইরানে সরাসরি কোনো হামলা চালাবে না।

আরও পড়তে পারেন-

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেন, তারা ইতোমধ্যে ইরানের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এখন ইসরাইলের হামলা ঠেকানোর সক্ষমতা ইরানের নেই। ফলে তারা ইরানের যেখানে খুশি সেখানে হামলা চালাতে পারবেন।

সূত্র – জেরুসালেম পোস্ট, টাইমস অব ইসরাইল ও অন্যান্য

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।