Home শীর্ষ সংবাদ সংখ্যালঘুদের রক্ষা নিয়ে উপদেশ দেয়ার অধিকার ভারতের নেই: মাহমুদুর রহমান

সংখ্যালঘুদের রক্ষা নিয়ে উপদেশ দেয়ার অধিকার ভারতের নেই: মাহমুদুর রহমান

হাটহাজারী আল-আমিন সংস্থার তাফসীর মাহফিলে বক্তব্য রাখছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

খোরশেদ আলম (শিমুল): দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার গত নির্বাচনে একজন মুসলিমকেও নমিনেশন দেয়নি। প্রায়সময় দেখা যায় ভারতে মুসলমানদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সেই ভারত আমাদের উপদেশ দেয় কীভাবে আমরা সংখ্যালঘুদের রক্ষা করবো। তাদের সে উপদেশ দেয়ার অধিকার নেই।

তিরি আরও বলেন, বিগত ৫ আগস্টের পর কোন সংখ্যালঘু নির্যাতন হয়নি। বরং গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছে, তা আপনারা জানেন। কাজেই আমরা যদি ইসলামকে সমুন্নত রাখতে চাই, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চাই, তাহলে বাংলাদেশের ৯০ শতাংশ মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়তে পারেন-

মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, মসজিদের মিম্বর, মাহফিল কিংবা সেমিনার থেকে আলেমসমাজ নিয়মিত ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে। যৌতুকপ্রথা বন্ধ, সঠিকভাবে মিরাস বণ্টন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত কথা বলে আসছে। দেশের যেকোন দুর্দিন ও দুর্যোগে সবার আগে মাঠে নামে আলেমসমাজ। কিছু মিডিয়ার অপপ্রচার সত্ত্বেও আলেমসমাজের প্রতি গণমানুষের ভালোবাসা কমছে না। আলেমসমাজ দেশে শান্তি-শৃঙ্খলা ও সেবার কাজ করে যাচ্ছে।

মুহাম্মাদ আহসান উল্লাহ ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা শেখ আহমদ, আল্লামা শোয়াইব জমিরী, মাওলানা ওসমান সাঈদী ও মুফতি নাসির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

মাহফিলে দেশ-জাতির কল্যাণে মোনাজাত করেন প্রধান অতিথি আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে আরও তাফসির পেশ করেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মাহমুদুল হোসাইন প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।