Home রাজনীতি ‘আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার পয়গাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে’

‘আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার পয়গাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে’

বক্তব্য দিচ্ছেন মুফতি জাকির হোসাইন কাসেমী। ছবি- উম্মাহ।

নূর হোসাইন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী বলেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ এতটুকুতেই আমরা খুশি নই? স্পষ্ট কথা লীগ নামে বাংলাদেশে কোন সংগঠন থাকতে পারবে না।

তিনি আরও বলেছেন, আয়নাঘর আমাদের জাতীয় সম্পদ। যারা আয়না ঘরের কারিগর তাদেরকে অন্তত ৫০ বছর এই ঘরে বন্দী রাখা দরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব জমিয়তের কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মুফতি জাকির হোসাইন কাসেমী এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) যুব জমিয়তের কর্মী সম্মেলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদেগর একাংশ। ছবি- উম্মাহ।

যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সম্মেলন সঞ্চালনা করেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।

বক্তব্যে মুফতি জাকির হোসাইন আরও বলেন, রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) যিনি জমিয়তের সংগ্রামী মহাসচিব ছিলেন। যাঁর বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে জমিয়তের জাগরণ সৃষ্টি হয়েছিল, আওয়ামী ফ্যাসিবাদি সরকার উৎখাতের পর আমরা আবারও জমিয়তের সেই জাগরণ দেখতে পাচ্ছি।

আরও পড়তে পারেন-

যুব জমিয়তের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের যেসকল দায়িত্বশীল আমরা এখানে উপস্থিত, আমরা সারাদেশে জমিয়তের পয়গাম ছড়িয়ে দিবো এই নিয়ত করেছি কিনা? যদি নিয়ত করে থাকি, তাহলে আগামীদিনের বাংলাদেশ হবে জমিয়তের বাংলাদেশ, ইনশাআল্লাহ।

স্মৃতিচারণ করে মুফতি জাকির হোসাইন কাসেমী বলেন, আজ থেকে ২৬-২৭ বছর আগের কথা। কাসেমী (রহ.) তখনো সারাদেশে নেতৃত্ব দিতেন। ব্যস্ততার কারণে মাঝেমধ্যে ক্লাসে আসতে পারতেন না। আমরা হুজুরের কাছে যেতাম। তখন হুজুর বলতেন, এখনো পড়ানোর নিয়ত করি নাই। পড়ানোর নিয়ত করলে কিতাব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমিও আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন! আমরা সকলেই নিয়ত করে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মহান লক্ষ্যে জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম ছড়িয়ে দেই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা লোকমান মাযহারী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সাবেক সাধারণ সম্পাদক মুফতি গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।