ইসরায়েলি বিমান আজ শুক্রবার ভোরে অঞ্চলটির প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের দুটি বাড়িতে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।
এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসালের মতে, আল-ফারা পরিবারের বাড়িতে হামলায় ১৪ জন নিহত হয়েছে এবং পৃথক বিমান হামলায় আরো ছয়জন নিহত হয়েছে। নাসের মেডিক্যাল কমপ্লেক্সের চিকিৎসকরা আল-ফারার বাড়িতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিহতদের নাম প্রকাশ করেছেন।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, দক্ষিণ গাজায় ‘কিছুসংখ্যক সন্ত্রাসীকে লক্ষ্য করে আকাশ ও স্থলপথে হামলা চালিয়ে নির্মূল করা হয়েছে।’ ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে তীব্র বিমান এবং স্থল আক্রমণ শুরু করেছে। সেনাবাহিনী দাবি করছে, হামাস জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে।
সূত্র – এএফপি
উম্মাহ২৪ডটকম: আইএ