ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ‘আজাদ ফিলিস্তিন’ ব্যানারে শিক্ষার্থীরা গায়েবানা জানাজাসহ বিক্ষোভ মিছিল করে।
জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমরা বাংলাদেশকে যেভাবে জুলুমমুক্ত করেছি, সেভাবে ফিলিস্তিনসহ পুরো বিশ্বকে একদিন জুলুমমুক্ত করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, ‘ফিলিস্তিনের আজাদী আন্দোলন এখন আর ফিলিস্তিনের একার না, তা সারা বিশ্বের আন্দোলনে রূপ নিয়েছে। ফিলিস্তিনের আজাদী আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতা সবসময় সাড়া দিবে।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
গায়েবানা জানাজায় ইমামতি করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আশিক বিল্লাহ। জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে ফিলিস্তিনের আজাদীর জন্য দোয়া করেন শিক্ষার্থীরা। গায়েবানা জানাজার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত যায়।
বিক্ষোভ মিছিলে ‘ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর, ইউনাইটেড ন্যাশন, শেম শেম শেম শেম’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
উম্মাহ২৪ডটকম: আইএ