ইরান ‘যুদ্ধ পরিস্থিতির’ জন্য পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল ইরাক সফরকালে এ কথা বলেন তিনি। তবে এসময় তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের সক্ষমতা থাকা সত্তে¡ও ইরানের সরকার শান্তি চায়।
ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে আব্বাস আরাগচি বলেন, ‘আমরা যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না। তবে আমরা যুদ্ধ চাই না। আমরা চাই শান্তি এবং আমরা গাজা ও লেবাননে ন্যায়সঙ্গত শান্তির জন্য কাজ করবো।’
এর আগে, ইরানের সা¤প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রত্যাশিত প্রতিশোধমূলক হামলার আগে ইরানের জনগণ ও এর স্বার্থ রক্ষায় ‘কোনো রেডলাইন’ বিবেচনায় নেওয়া হবে না বলে প্রতিশ্রæতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে আরাগচি লিখেছেন, ‘সা¤প্রতিক দিনগুলোতে যদিও আমরা এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা রুখে দিতে ব্যাপক চেষ্টা করেছি, তবে এখন আমি স্পষ্টভাবে বলছি, আমাদের জনগণ ও স্বার্থরক্ষায় আমরা কোনো রেডলাইন মানবো না।’
১ অক্টোবর ইসরাইলে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির মাটিতে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতাদের হত্যা এবং ইরানের বিপ্লবী গার্ডের এক জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা করে ইরান। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুমকি দিয়েছেন, এ হামলার ‘ভয়াবহ, সুনির্দিষ্ট ও অভাবনীয়’ জবাব দেওয়া হবে।
ইরানের মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ও লেবাননের যুদ্ধ নিয়ে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আরাগচি বাগদাদে গিয়েছিলেন।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
ইরাকি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আলি আল মুসাভি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আরাগচির এ সফর ‘অস্ত্র ও সহিংসতা বন্ধ করার জন্য অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়’ ক‚টনৈতিক প্রচেষ্টার একটি অংশ।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, বাগদাদের পর ওমানে যাবেন আরাগচি। গত বৃহস্পতিবার কাতারে ছিলেন তিনি। সেখানে গাজা ও লেবাননের যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন তিনি। গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনার মধ্যস্থতা করছে কাতার। দেশটি লেবাননে যুদ্ধবিরতির আহŸান জানিয়েছে।
একদিন আগে, আরাগচি সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে দেখা করেন। সামপ্রতিক এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান ‘যুদ্ধ চায় না’। তবে ইরান যুদ্ধে ‘ভয়ও পায় না।’ আল-জাজিরাকে তিনি বলেছেন, ‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবো।’ সূত্র : গালফ নিউজ, আল-জাজিরা ও এএফপি।
উম্মাহ২৪ডটকম: আইএ