Home শীর্ষ সংবাদ বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ

মুফতি আবদুল্লাহ তামিম: ২০২৫ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাশালী ৫০০ জন ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রতি বছর প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস।’ এটি এরই মধ্যে ১৬তম সংস্করণে পৌঁছেছে। বিশ্বের ২.১ বিলিয়নেরও বেশি মুসলিমের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, তাদের বেছে নেয়াই এই প্রকাশনার মূল লক্ষ্য।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম (ইংরেজি: The 500 Most Influential Muslims দ্য ৫০০ মোস্ট ইন্ফ্লুয়েন্সিয়াল মুসলিমস) হলো বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের একটি তালিকা। আম্মানে অবস্থিত দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা তৈরি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম- ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং নামক প্রতিষ্ঠানের সহযোগিতায় তালিকাটি প্রকাশ করা হয়ে থাকে। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি সর্বপ্রথম এই তালিকা প্রকাশ করে।

মোট ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের তালিকা তৈরি করা হয়। এর মধ্যে প্রধানতম ক্যাটাগরি তিনটি- সামাজিক, ধর্মীয় ও বৈশ্বিক। এই প্রভাব সামাজিক বা সাংস্কৃতিক অঙ্গনে হতে পারে, অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে পারে বা ধর্মীয় শাসন ও রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যে ৫ ক্যাটাগরিতে প্রভাবশালী নির্বাচন করা হয়

ধর্মীয়: প্রভাবশালী আলেম, প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব যারা ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাজনৈতিক: মুসলিম শাসক ও রাজনীতিবিদ যারা মুসলিম উম্মাহর নেতৃত্ব দিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি: যারা প্রযুক্তির অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

শিল্প ও সংস্কৃতি: যারা সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্রীড়া এবং বিনোদন: মুসলিম ক্রীড়াবিদ ও তারকারা যাদের প্রভাব আছে সমাজে।

এবারের তালিকায়, শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৪৫০ জনের একটি সম্প্রসারিত তালিকাও প্রকাশিত হয়েছে। এছাড়াও, বিশেষ উল্লেখের মাধ্যমে বেশ কিছু বিশিষ্ট মুসলিমের নামও উঠে এসেছে এ তালিকায়। যাদের অবদান ছোট হলেও গুরুত্বপূর্ণ।

এই সংস্করণে চলতি বছরের কয়েকটি উল্লেখযোগ্য বিষয়েরও আলোচনা করা হয়েছে। যেমন, গাজায় চলমান গণহত্যার ২০২৩ সালের পরিস্থিতি, প্যারিস অলিম্পিকে মুসলিম ক্রীড়াবিদদের কৃতিত্ব। মুসলিম উম্মাহর ওপর প্রভাব বিস্তারকারী বেশ কিছু ঘটনার উপরও আলোকপাত করা হয়েছে।

প্রভাবশালী মুসলিম নারী

২০২৫ সালের Woman of the Year হয়েছেন (Her Majesty Queen Rania Al-Abdullah) রানিয়া আল-আবদুল্লাহ। তিনি হলেন জর্ডানের রানি। রানিয়া আল-আবদুল্লাহ ১ আগস্ট ১৯৭০ সালে জন্ম গ্রহণ করেন। রানিয়া আল-ইয়াসিন হিসেবে পরিচিত। তিনি কুয়েতে একজন ফিলিস্তিনি দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৯১ সালে, উপসাগরীয় যুদ্ধের পর, তিনি এবং তার পরিবার জর্ডানের আম্মানে পালিয়ে যান, যেখানে তিনি তৎকালীন জর্ডানের যুবরাজ আবদুল্লাহর সাথে দেখা করেন। এর আগে, তিনি সিটি ব্যাংকে কাজ করেন এবং অ্যাপলে মার্কেটিং বিভাগে চাকরি নেন। ১৯৯৩ সালে জর্ডানের বর্তমান রাজাকে বিয়ে করার পর থেকে, তিনি শিক্ষা, স্বাস্থ্য, সম্প্রদায় ক্ষমতায়ন, যুব, ক্রস-সাংস্কৃতিক সংলাপ এবং মাইক্রো-ফাইন্যান্স সম্পর্কিত কাজের জন্য পরিচিত হয়ে উঠেছেন।

রানিয়া আল-ইয়াসিন ১৩ আগস্ট ১৯৭০ সালে কুয়েতে ফিলিস্তিনি পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি অবশ্য তুর্কি বংশোভুতও বটে। তিনি কায়রোর আমেরিকান ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক হওয়ার পর, তিনি সিটি ব্যাংকের বিপণনে কাজ করেন, তারপরে জর্ডানের আম্মানে অ্যাপল ইনকর্পোরেটেডে চাকরি করেন।

১৯৯৩ সালের জানুয়ারিতে একটি ডিনার পার্টিতে তিনি জর্ডানীয় আবদুল্লাহ বিন আল-হুসাইনের সাথে দেখা করেন, যিনি সেই সময়ে জর্ডানের রাজপুত্র ছিলেন। ছয় মাস পরে, ১৯৯৩ সালের ১০ জুন তাদের বিয়ে হয়। আবদুল্লাহ বিন আল-হুসাইন ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণ করেন এবং ১৯৯৯ সালের ২২ মার্চ রনিয়া আল-আবদুল্লাহকে তার রানি ঘোষণা করেন।

তার বিয়ের পর থেকে, রানি রানিয়া তার অবস্থান ব্যবহার করে জর্ডান এবং বিভিন্ন দেশের সমাজের উন্নয়নে কাজ করেছেন। তিনি একজন বিশ্ব-ব্যক্তিত্ব এবং বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর মধ্যে একজন। তিনি শিক্ষা ও স্বাস্থ্যসহ স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিষয়ে উন্নতি সাধনে তার প্রচেষ্টা ও সাফল্য উল্লেখযোগ্য। গত কয়েক বছর ধরে, রানি রানিয়া শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং পৃষ্ঠপোষকতা দিয়েছেন।

২০০৫ সালের জুলাই মাসে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য রাজা এবং রানি একটি বার্ষিক ‘রানি রানিয়া পুরস্কার’ শিক্ষক পুরস্কার চালু করেন।

রানিয়া জর্ডানের প্রথম ইন্টারেক্টিভ শিশু জাদুঘরের চেয়ারপার্সন যেটি ২০০৭ সালের মে মাসে খোলা হয়েছিল এবং এর লক্ষ্য ছিল শিশু এবং তাদের পরিবারের জন্য আজীবন শিক্ষাকে উৎসাহিত করা।

২০২৫ সালের প্রভাবশালী মুসলিম পুরুষ

ঘাসসান সুলাইমান আবু-সিত্তাহ। জন্ম গ্রহণ করেন ১৯৬৯ সালে কুয়েতে। একজন ব্রিটিশ-ফিলিস্তিনি প্লাস্টিক সার্জন। যিনি মুখমণ্ডলীয় শল্যচিকিৎসা, সৌন্দর্য শল্যচিকিৎসা, ঠোঁট ও তালুর শল্যচিকিৎসা, আঘাতজনিত চিকিৎসায় বিশেষজ্ঞ। এপ্রিল ২০২৪ থেকে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিশ্বের সংকটময় বারোটি অঞ্চলে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য পরিচিত। যেমন ইরাক, লেবানন, সিরিয়া, এবং ইয়েমেন। যেখানে তিনি স্থানীয় ক্লিনিক ও চিকিৎসকদের সহায়তা করেছেন, বিশেষ করে গাজা উপত্যকায়। তিনি প্রথমবার ১৯৮৯ সালে প্রথম ইনতিফাদার সময় একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে গাজা উপত্যকায় যান। ২০০০ সালে দ্বিতীয় ইনতিফাদার সময় ‘মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস’ এর সদস্য হন। এছাড়াও, তিনি ২০০৮-২০০৯, ২০১২, ২০১৪ এবং ২০১৮ সালের গাজা সংঘাতে চিকিৎসা সহায়তা দিয়েছেন।

আরও পড়তে পারেন-

২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর আবু-সিত্তাহ গাজা উপত্যকায় ফিরে আসেন এবং ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ এর মাধ্যমে আল-শিফা হাসপাতালে চিকিৎসা সহায়তা দেন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার এবং সংবাদ সম্মেলনে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানুয়ারি ২০২৪-এ, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তকারীদের সাথে সাক্ষাৎ করতে হেগে যান।

বিশ্বের প্রভাবশারী শীর্ষ ৫০ জনের নামের তালিকা

শাসক ও রাজনীতিবিদ

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল-হুসেইন
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি
ইরানের আয়াতুল্লাহ হাজ্জি সাইয়্যিদ আলি খামেনি
সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড. ইব্রাহিম কালিন
ইয়েমেনের শেখ আবদুল মালিক আল-হুথি
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান
ফ্রান্সের শাহ করিম আল-হুসেইনি
তিউনিসিয়ার রশিদ গনোশি
ইরাকের শেখ মুকতাদা সাদর
আফগানিস্তানের মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা
ফিলিস্তিনের ইয়াহিয়া সিনওয়ার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
যুক্তরাজ্যের সাদিক খান

ইসলামি স্কলার, ধর্মীয় বিষয়ক প্রশাসক ও দীন প্রচারক
শেখ আল-হাবিব উমর বিন হাফিজ
বিচারপতি শেখ মুহাম্মদ তাকী উসমানি
গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি হুসেইন আল-সিস্তানি
শেখ সালমান আল-ওদা
প্রফেসর ড. শেখ আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব
মাওলানা মাহমুদ মাদানি
আমিরুল মুমিনিন শেখ আস-সুলতান মুহাম্মদু সা’দু আবুবকর
শেখ আবদুল্লাহ বিন বেয়াহ
ড. ইয়াহিয়া চোলিল স্তাকুফ
শেখ ড. আলি গোমা
শেখ হাবিব আলি জাইন আল আবিদিন আল-জিফরি
শেখ হামজা ইউসুফ হ্যানসন
শেখ আহমদ তিজানি বিন আলি সিসে
শেখ ওসামা আল-সাইয়্যিদ আল-আজহারি
শেখ মুস্তফা হোসনি
শেখ আবদুল আজিজ ইবনে আবদুল্লাহ আল-আল-শেখ
হাবিব লুথফি বিন ইয়াহিয়া
মাওলানা তারিক জামিল
শেখ মুহাম্মদ আল-ইয়াকুবি
প্রফেসর সাইয়্যেদ হোসেইন নাসর
মাওলানা নজর রহমান
প্রফেসর টিমোথি উইন্টার (শেখ আব্দাল হাকিম মুরাদ)
শেখ ইব্রাহিম সালিহ
শেখ মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি
ড. সাইয়্যেদ মুহাম্মদ নাকিব আল-আত্তাস
ড. আমর খালিদ
প্রফেসর মুস্তাফা আবু সুয়াই
গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমুলি
গ্র্যান্ড আয়াতুল্লাহ মুহাম্মদ ইসহাক ফায়াদ
ড. আরেফ আলী নাইয়েদ
প্রফেসর আকবর আহমদ
ড. ইঙ্গ্রিড ম্যাটসন
আলহাজি ড. সানুসি লামিদো সানুসি
মুফতি আবুল কাসিম নোমানি, মুহতামিম, দারুল উলুম দেওবন্দ, ভারত
মোহাম্মদ বেচারি
শেখ নূহ কেল্লার
ড. মুহাম্মদ আল-আরিফি
ড. জাকির আবদুল করিম নায়েক
শেখ আবদুল রহমান আল-সুদাইস

সামাজিক ইস্যু, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া
শেখ উসমান তাহা
মোহাম্মদ সালাহ
আহেদ তামিমি
লুজাইন আল-হাথলুল
মালালা ইউসুফজাই
সামী ইউসুফ
বিসান আওদা
সাদিও মানে
খাবিব নুরমাগোমেদভ

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।