Home জাতীয় ‘দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি গণ-অভ্যুত্থানের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

‘দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি গণ-অভ্যুত্থানের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

এবার দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধির বিষয়ে মুখ খুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমে গণ-অভ্যুত্থানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।

শনিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দ্রব্যমূল্যের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ২০২৪-এর গণ-অভ্যুত্থানের জনগণের ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

যারা ব্যবসায়ী নাম নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এ দেশের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’

আরও পড়তে পারেন-

এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা ১৫) ওই পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছে ১৫ হাজার ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য করা হয়েছে দুই হাজারের মতো।

ওই পোস্টের মন্তব্যে আলোচিত সাংবাদিক পলাশ মাহমুদ লিখেছেন, ‘সিন্ডিকেট ভাঙতে গেলে আগে সিন্ডিকেট কারা করছে, সেটা ফাইন্ডআউট করতে হবে।

সেই সিন্ডিকেট ভাঙার পর তারা স্ট্রাইক করলে কী কৌশলে বাজার ঠিক রাখা যাবে সেটাও আগেই ঠিক করে নিতে হবে।’

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।