Home জাতীয় বিমানবন্দর সংলগ্ন দেড় কিলোমিটার এলাকাকে ‘নিরব এলাকা’ ঘোষণা

বিমানবন্দর সংলগ্ন দেড় কিলোমিটার এলাকাকে ‘নিরব এলাকা’ ঘোষণা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নিরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আরও পড়তে পারেন-

রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত এলাকাকে ‘নিরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো।

বিষয়টি ১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।

সূত্র – বাসস

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।