Home জাতীয় হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ২ অভিযোগ

হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ২ অভিযোগ

বৈষম্য বিরোধী আন্দোলনে শাহজাহান ও রায়হানকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ভিকটিমদের পরিবার থেকে পৃথক দুই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ ১

ঘটনার তারিখ ১৯ জুলাই। ঘটনাস্থল: বনানী থানা এলাকার মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপরে, ওয়ার্ড নাম্বার ২০, বনানী ঢাকা। ধারা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ।‌ ভিকটিম শাহজাহানকে গুলি করে হত্যা ও জানাজা ছাড়াই লাশ কবর দেওয়ার অভিযোগ। আসামি- শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩৯ জন।

নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন এ অভিযোগ দাখিল করেন।

আরও পড়তে পারেন-

অভিযোগ ২

ঘটনার তারিখ ৫ আগস্ট বিকেল সাড়ে চার ঘটিকা। ঘটনাস্থল: মেরুল বাড্ডা, বাড্ডা থানা রোডের মাথায়। আসামি- শেখ হাসিনা, ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামালসহ মোট ৭৩ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। নিহত ভিকটিমের নাম মো. রায়হান। নিহতের পিতা মো. মোজাম্মেল হোসেন অভিযোগটি দায়ের করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।