বিএনপি পূর্বঘোষিত আজ রবিবারের সমাবেশ পিছিয়ে মঙ্গলবার নিয়েছে। রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আজ ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু আবহাওয়ার কারণে দিনক্ষণ পরিবর্তন করা হয়।
আরও পড়তে পারেন-
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
- উগ্র হিন্দুত্ববাদ এবং মুসলিমবিদ্বেষ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি
- ‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ
- মৃত্যুর স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়
- যে কারণে হিন্দুত্ববাদের নতুন নিশানা ‘দারুল উলূম দেওবন্দ’
নয়াপল্টনের এই সমাবেশে লন্ডন থেকে ইন্টারনেটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি নেয়।
একটি ছিল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার আন্দোলনসহ গত ১৬ বছরে আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনাসভা। দ্বিতীয়টি ছিল রবিবার ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ।
উম্মাহ২৪ডটকম: আইএএ