Home আন্তর্জাতিক হ্যারিস যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট’ : ট্রাম্প

হ্যারিস যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট’ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন। যেখানে হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট’ বলেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এই বিতর্কে মুখোমুখি হন তারা।

বুধবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তোলেন কেন হ্যারিস হোয়াইট হাউসে ক্ষমতায় থাকাকালীন তার প্রচার করা পরিকল্পনাগুলো কার্যকর করেননি।

ট্রাম্প বলেন, ‘হ্যারিস এখন বিস্ময়কর জিনিস করতে যাচ্ছেন। কেন তিনি এটা আগে করেননি? তিনি সাড়ে তিন বছর ধরে ভাইস প্রেসিডেন্ট পদে আছেন। সীমান্ত সমস্যা দূর করতে তাদের সাড়ে তিন বছর সময় ছিল। একইভাবে কর্মসংস্থান তৈরি করতেও তাদের সময় ছিল।’

আরও পড়তে পারেন-

এসব কথা বলার পরে ট্রাম্প বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট এবং হ্যারিসকে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট আখ্যা দিয়ে বিতর্ক শেষ করেন।

এদিকে এবারের মার্কিন নির্বাচন খুব আলোচিত। হয়েছে অনেক পট-পরিবর্তনও। শুরুর দিকে তীব্র সমালোচনার মুখে প্রার্থিতা ছাড়তে বাধ্য হন বাইডেন। পরে তার জায়গায় এলেন কমলা হ্যারিস। অন্যদিকে একটি সমাবেশে ট্রাম্পের ওপর হামলাও করা হয়। এতে হামলাকারীর গুলিতে বেঁচে গেলেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নাকি দ্বিতীয়বারের মতো ট্রাম্প তা-ই দেখার অপেক্ষা।

দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের হিসাবে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস। তবে নির্বাচনের ফলাফল পাল্টে যেতে পারে চার অঙ্গরাজ্যে দু’জনের অবস্থান নিয়ে। ধোঁয়াশায় থাকা অঙ্গরাজ্য নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় প্রার্থীর অবস্থানই নির্বাচনে বড় পার্থক্য গড়ে দেয়।

সূত্র – আল-জাজিরা

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।