প্রশ্নঃ ফজরের আযানের প্রথম ওয়াক্ত হওয়ার পূর্বে কোন প্রকার নফল নামায পড়তে শরীয়তে নিষেধ আছে কি?
– মুহাম্মদ আব্দুস সালাম, আলীরটেক, নারায়ণগঞ্জ।
উত্তর: সুবহে সাদিক উদিত হওয়ার পর ফজরের সুন্নাত ভিন্ন যে কোন নফল নামায পড়া মাকরূহ। সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বে পড়া মাকরূহ নয়।
আরো বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারে- দুররুল মুখতার- ১/৩৭৫, ফতোওয়ায়ে আলমগিরী-১/৫২, হালবী কাবীর-২৩৯ ও বাহরুর রায়েক্ব-১/২৫৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।
জবাব লিখেছেন- মুফতী মুনির হোসাইন কাসেমী
ফাযেলে দারুল উলূম দেওবন্দ (দাওরা ও ইফতা), সিনিয়র মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা এবং উপদেষ্টা সম্পাদক- উম্মাহ ২৪ডটকম।