Home আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ঢাকা আসবে জাতিসংঘের টিম

মানবাধিকার লঙ্ঘনের তদন্ত পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ঢাকা আসবে জাতিসংঘের টিম

মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তে কোন কোন ক্ষেত্রে সহায়তা দেওয়া যায়, এবং তদন্তের পদ্ধতি কী হবে– তা নিয়ে আলোচনা করতে খুব শিগগিরই ঢাকা সফর করবে জাতিসংঘের একটি টিম। শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে (তদন্ত কাজে) সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে একটি সফল রূপান্তর সম্ভব হয়– যা মানবাধিকার রক্ষার দিকটিকে আরো শক্তিশালী করবে।

আরও পড়তে পারেন-

ফারহান হক বলেন, ভলকার তুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এ ধরনের সহায়তা ‘বিস্তৃত ক্ষেত্রগুলো’ নিয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জবাবদিহিতা নিশ্চিত করার দিকগুলোসহ নানান দিক দিয়েই এসব সহায়তা করবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।