রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ এ পর্যন্ত মোট ৭০ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এর মধ্যে থেকে সোমবার পর্যন্ত ৭০ জন পদত্যাগ করেছেন।
তাদের জায়গায় নতুন কাউকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার জন্য অনেকের জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে।
খালি পদে জায়গা পেতে এর মধ্যে বিএনপি জামায়াত সমর্থিত বহু আইনজীবী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
এর আগে, গত ৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন।
পরদিন ৮ আগস্ট আরো দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন, না হলে তাদের সরিয়ে দেয়া হচ্ছে।
সূত্র- বিবিসি
উম্মাহ২৪ডটকম: আইএ