Home জাতীয় ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকে যারা অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়তে পারেন-

ব্যাংকটির কর্মকর্তারা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়।

এ নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা যারা করেছে কেউই আইনের বাইরে থাকবে না। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে, সে যেই হোক।’

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।